অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘মেঘলা আকাশ’। এর রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী। অভিনেতা আবদুন নূর সজল বলেন, এখন একটু চেষ্টা করছি ভিন্ন ধরনের গল্পগুলোর নাটকে অভিনয় করতে। যেগুলো মানুষ মনে রাখবে নাটকটির চরিত্রের কারণে। সেই রকমের গল্প বলা যায় ‘মেঘলা আকাশ’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি। জিকু চৌধুরী নাটকটি সম্পর্কে বলেন, অনেকদিন পর পারিবারিক গল্প নিয়ে নাটক বানালাম। ‘মেঘলা আকাশ’ নাটকটির গল্পে দেখা যাবে একটা পারিবারিক বিয়ে নিয়ে গল্প। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
ইকন বাবুর প্রযোজনায় ‘মেঘলা আকাশ’ নাটকটিতে আবদুন নূর সজলের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলী, রেশমি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ