October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 10th, 2024, 7:37 pm

ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ

অনলাইন ডেস্ক :

দেশীয় শোবিজের পরিচিত নাম তাসনিয়া ফারিণ ভারতের সিনেমা ‘প্রতীক্ষা’ থেকে সরে গেছেন। এই সিনেমায় তিনি টালিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল। তবে ভিসা সমস্যার কারণে শুটিংয়ে অংশগ্রহণ করতে পারছেন না ফারিণ।

আগামী নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল এবং চলতি মাস থেকেই প্রাক-শুটিং পর্ব শুরু হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে ফারিণ শুটিংয়ে অংশগ্রহণ করতে পারছেন না। পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমার শুটিং কলকাতা ও যুক্তরাজ্যে হওয়ার কথা।

ফারিণ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, “নভেম্বর মাসে শুটিং শুরু না হলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে ভিসাও পাওয়া যাচ্ছে না, তাই এই সিনেমায় আমার অংশগ্রহণ হচ্ছে না। শুনেছি ছবিটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের এই সিনেমা থেকে সরে আসার কারণে আমি কিছুটা মুক্তি পেয়েছি, তবে অনেক কাজ বাদ দিতে হয়েছে। আমি ওই শিডিউলে নতুন একটি বড় বাজেটের কাজ নিয়েছি।”

এর আগে, ফারিণ কলকাতার ‘পাত্রী চাই’ সিনেমাতেও কাজ করার কথা ছিল, যা গত বছর বাতিল হয়ে গেছে।