October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 12th, 2021, 8:57 pm

ভিয়েতনামের চেয়ে পোশাক রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গত বছর বাংলাদেশকে পোশাক রপ্তানিতে টপকে গিয়েছিল ভিয়েতনাম। তবে এই বছরের প্রথমার্ধে আবার ভিয়েতনামকে টপকে গিয়েছে বাংলাদেশ। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে যে, গত সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ ১৯৩ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি বেশি করেছে। আর এ সময়ে বাংলাদেশ এক হাজার ৮৭৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। আর ভিয়েতনাম এক হাজার ৬৮৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশ ও ভিয়েতনামের সরকারি তথ্য উল্লেখ করে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশ চলতি বছরের প্রথম ৭ মাসে পোশাক রপ্তানিতে ভিয়েতনামের চেয়ে এগিয়ে রয়েছে। আর পোশাকের সঙ্গে বস্ত্র খাতের রপ্তানি একত্রে প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার। সুতরাং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, চলতি বছর বাংলাদেশ আবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ফিরে পাবে। গত জুলাইয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিকস রিভিউ ২০২১ প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে বাংলাদেশ দুই হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। আর ভিয়েতনাম দুই হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এর আগের বছর বাংলাদেশের তিন হাজার ৪০০ কোটি ডলার রপ্তানি ছিল। একই সময়ে ভিয়েতনামের তিন হাজার ১০০ কোটি ডলার রপ্তানি ছিল। এদিকে রপ্তানির পাশাপাশি বৈশ্বিক বাজারেও বাংলাদেশের হিস্যা কমেছে। কারণ ২০১৯ সালে বিশ্বে যত পোশাক রপ্তানি হয়েছিল, তার মধ্যে বাংলাদেশি ৬ দশমিক ৮ শতাংশ ছিল। তবে সেটা গত বছর কমে ৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। অন্যদিকে গত বছর ভিয়েতনামের বাজার হিস্যা ৬ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে ২০১০ সালে ৪ দশমিক ২ শতাংশ বাংলাদেশের হিস্যা ছিল। ওই সময় ২ দশমিক ৯ শতাংশ ছিল ভিয়েতনামের। কিন্তু ১০ বছরের ব্যবধানে সেই ভিয়েতনামই গত বছর বাংলাদেশকে টপকে গেছে। ডব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সবচেয়ে বেশি ১৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে চীন। আর ভিয়েতনাম একক দেশ হিসেবে দ্বিতীয় পোশাক রপ্তানিকারক হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো সম্মিলিতভাবে এ জায়গা বহুদিন ধরেই দখল করে আছে। গত বছর নিজেদের অঞ্চলে ইইউর দেশগুলো ১২ হাজার ৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এ ছাড়া ইইউর বাইরে তাদের রপ্তানির পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলার।