অনলাইন ডেস্ক :
ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। বাংলাদেশে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস থেকে চিঠি দিয়ে এই পদকের কথা নিশ্চিত করা হয়েছে নৃত্যশিল্পীকে। ভিয়েতনামের জাতির জনক স্বাধীনতা আন্দোলনের নেতা হো চি মিনের জীবনী অবলম্বনে নৃত্য প্রযোজনা ‘হো চি মিন-আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন’-এর জন্য এই পুরস্কার পাচ্ছেন পূজা। ২০১৯ সালে ভিয়েতনাম সরকারের অর্থায়নে প্রযোজনাটি মঞ্চে এনেছিল পূজার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার। ২৮ ডিসেম্বর পূজার হাতে এই পদক তুলে দেওয়া হবে। পূজা বলেন, ‘২০১৭ সালে ভিয়েতনামে প্রথম বাংলাদেশি দল হিসেবে ইন্টারন্যাশনাল বদরুম ফোক ডান্স ফেস্টিভালে অংশ নিয়েছিলাম। উৎসবটিকে বলা যায় নাচের বিশ্বকাপ। আমরা আয়োজকদের অনুরোধ করে হো চি মিনের মনুমেন্ট দেখার জন্য রাজধানী হানওয়েতে যাই। বাংলাদেশে ফিরে রাষ্ট্রদূতকে ঘটনাটি বলি। উনি তখন এই মহামানবকে নিয়ে একটি প্রডাকশন করার অনুরোধ করেন। প্রায় দুই বছর রিসার্চ করে ঢাকায় শোয়ের আয়োজন করি। দেশ-বিদেশের দর্শক বেশ পছন্দ করেন। যত দূর জানি, এটি বিশ্বের প্রথম বায়োগ্রাফি ডান্স প্রডাকশন। ’
আরও পড়ুন
চ্যালেঞ্জিং চরিত্রে আগ্রহী চিত্রনায়িকা মৌ
আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হচ্ছেন তারিক আনাম
যে কারণে কাঁদলেন দীপিকা