September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 8:27 pm

ভূমধ্যসাগরে ৬৮ ডুবন্ত যাত্রী উদ্ধার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগর থেকে ৬৮ জন ডুবন্ত যাত্রীকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং একটি কার্গো জাহাজ। সোমবার (১৯ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গার্শকভ প্রথম একটি ইয়ট থেকে আসা ডিসট্রেস কল বা বিপদ সংকেত শুনতে পায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডুবে যাওয়া নৌযানটি ছিল ইয়টের মতো। সেটিতে জার্মান এবং গ্রিক পতাকা উড়ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, অ্যাডমিরাল গার্শকভ এবং কার্গো জাহাজ পিঝমা ডুবন্তদের উদ্ধারে সফল অভিযান চালিয়েছে।

তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ক্যালিমনোস দ্বীপের গ্রিক কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার হওয়া যাত্রীদের জাতীয়তা এবং পরিচয়ের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অ্যাডমিরাল গার্শকভ রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় যুদ্ধজাহাজ এবং অতীতে বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও স্থাপনের জন্য এই যুদ্ধজাহাজটিকে ব্যবহার করা হয়েছে। ঘটনার সময় তার কাছে কী অস্ত্র ছিল এবং যুদ্ধজাহাজটি সেখানে কী করছিল তা স্পষ্ট নয়। এর আগে, গত সপ্তাহে গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় মিশর, সিরিয়া ও পাকিস্তানের কয়েক শ লোকের মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে।