October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 8:50 pm

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় রোববার (১১ জুন) জোহানেসবার্গের কাছে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে দেশটির সবচেয়ে জনবহুল এই প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। ইউএসজিএস জানায়, রাত ২টা ৩৮ মিনিটে (গ্রীনিচ মান সময় ০০৩৮) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে কম্পনটি আঘাত হানে। গৌতেং প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে ওঠে, যেখানে দেশের বৃহত্তম শহর জোহানেসবার্গ এবং বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত। পুরো প্রদেশের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন এবং কিছু সামাজিক মিডিয়ায় দেওয়ালের ছোট কাঠামোগত ক্ষতির ছবি পোস্ট করা হয়েছে।

আগস্ট ২০১৪ সালে, জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬.৩-মাত্রার কম্পন যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত করেছিল।