September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 8:40 pm

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

অনলাইন ডেস্ক :

গত বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২২ জুন) ভোর পর্যন্ত ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। তবে প্রাথমিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। এর প্রায় তিন ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার। এর প্রায় তিন ঘণ্টা পর ভারতীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে ইয়াঙ্গুন শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণে আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে ওই ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ২ মাত্রার। এর গভীরতা ১০ কিলোমিটিার ছিল। আর দ্বিতীয় দফার ভূমিকম্পের পর বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৫টা ৪৩ মিনিটে মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর গভীরতা ছিল ৪৮ কিলোমিটার। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মে মাসের শুরুতে দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এ ছাড়া গত ২২ মে সকালে আনা ভূমিকম্পের মাত্রা ছিল মাত্রা ছিল ৪ দশমিক ৫।