অনলাইন ডেস্ক :
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশেই প্রাণহানি বাড়ছে। বাংলাদেশ সময় বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা অন্তত ৮ হাজার ৩৬৪ বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তুরস্কে ৫,৮৯৪ জন ও সিরিয়ায় ২,৪৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তুরস্কে নিহতের মধ্যে রয়েছেন দেশটির একজন ফুটবলারও। ২৮ বছর বয়সী ওই ফুটবলারের নাম আহমেত ইয়ুপ তুর্কাসলান। তিনি তুর্কি দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরের গোলরক্ষক। ইয়েনি মালত্যাসপোরের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আহমেত ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পের পর একটি ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা পড়ে ছিলেন বলে জানা গেছে। এক টুইট বার্তায় ইয়েনি মালত্যাসপোর বলেছে, “আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে প্রাণ হারিয়েছেন। শান্তিতে থাকো। আমরা তোমাকে ভুলব না। তুমি খুবই ভালো মানুষ।” আহমেত ইয়ুপ তুর্কাসলান ২০২১ সালে যোগদানের পর তুর্কি দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরের হয়ে ছয়বার খেলেছেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা