September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:31 pm

ভূমির চুমু খাওয়ার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক :

বাকি তারকাদের মতো ব্যক্তিজীবন নিয়ে নয়, কাজের জন্যই আলোচনায় থেকেছেন সবসময়। তবে এবার আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন নিয়ে। জানা গেছে প্রেমে মজেছেন এই সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভূমির এক ভিডিও। আর তা নিয়েই হচ্ছে চর্চা। ভিডিওতে দেখা যায়, পার্টি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছেন ভূমি, সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষী। গাড়িতে বসার পর তার প্রেমিক ভূমির ঠোঁটে ভালোবাসার চুম্বন এঁকে দেন। নিরাপত্তারক্ষী এ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে নিষেধ করেন পাপারাজ্জিদের। কিন্তু পাপারাজ্জিরা কি শোনে এসব বিধিনিষেধ। তারা করে ফেলেছে তাদের কাজ। ঘটনার সূত্রপাত সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান থেকে। সেই অনুষ্ঠান থেকে বের হয়েই প্রেমিকের সঙ্গে গাড়িতে বসে চুমু আঁকেন ঠোঁটে। ভূমির প্রেমিকের নাম যশ কাটারিয়া। তিনি পেশায় একজন বিল্ডার। নেটদুনিয়ায় তাদের সম্পর্ককে ঘিরে জল্পনা শুরু হলেও এ সম্পর্কের বিষয়ে এখনও মুখ খোলেননি ভূমি। খবর টাইমস অব ইন্ডিয়া। এখন দেখার পালা প্রেম নিয়ে কী পরিকল্পনা এঁকেছেন এই বলিউড অভিনেত্রী। কবে বাজবে তাদের বিনের সানাই। আবারো দেখা যাবে পিঁপড়া মানবের অদ্ভুত ক্ষমতা! মার্ভেল স্টুডিও’র তুমুল জনপ্রিয় এক সুপারহিরো ‘অ্যান্ট-ম্যান’। ২০১৫ এবং ২০১৮ সালে মুক্তি পাওয়া এই সুপারহিরোর দু’টি সিনেমা দুনিয়াজুড়ে এর অগণিত ভক্ত তৈরি করেছে। অদ্ভুত ক্ষমতার অধিকারী অ্যান্ট-ম্যানের সবচেয়ে মজার একটি দিক হলো এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতোই। শুধু তাই নয়, তিনি তার বিশেষ স্যুটের সঙ্গে সঙ্গে একটি হেলমেট বানান, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের নিয়ন্ত্রণ করতে। শুরু হয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সোচ্চার অভিযান। আর এভাবেই একসময় তিনি হয়ে ওঠেন সুপার হিরো। ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে অ্যান্ট-ম্যানের তৃতীয় পর্ব। এবারের সিনেমার নাম ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টাম্যানিয়া’। আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩১তম চলচ্চিত্র এটি। এ সিনেমার হাত ধরে মার্ভেলের ফেজ ফাইভ শুরু হচ্ছে। অর্থাৎ বেশ কিছু নতুন সুপারভিলেনের দেখা মিলতে চলেছে এ সিনেমায়। পিটন রিডের পরিচালনায় বরাবরের মতো এবারো অ্যান্ট-ম্যান হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি। আর ক্যাং চরিত্রে দেখা যাবে জনাথন মেজরকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন মিকাইল পিফার, মিখাইল ডগলাস, ক্যাথরিন নিউটনসহ অনেকে।