October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 18th, 2022, 7:13 pm

ভূমি-কিয়ারার সঙ্গে হাজির ভিকি

অনলাইন ডেস্ক :

ভিকি কৌশল, ভূমি পেডনেকার এবং কিয়ারা আদভানি অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘গোবিন্দ নাম মেরা’-এর নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং হবে। সিনেমাটিতে গোবিন্দ ওয়াঘমারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ভূমি তাঁর স্ত্রী গৌরী চরিত্রে অভিনয় করেছেন এবং কিয়ারা তাঁর দুষ্ট বান্ধবী সুকু চরিত্রে অভিনয় করেছেন। করণ জোহর শুক্রবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে তিন তারকার পোস্টার শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘গল্পের টুইস্ট আপনাকে চঞ্চল করে ছেড়ে দেবে! প্রস্তুত হোন, কারণ কিছু মসলাদার বিনোদন সরাসরি আপনার হোম স্ক্রিনে আসছে!’ তিনি সিনেমাটির তিন প্রধান অভিনেতার একক পোস্টারও শেয়ার করেছেন। এদিকে সিনেমাটির মুখ্য অভিনেতা ভিকি তাঁর একক পোস্টার শেয়ার করেছেন এবং নিজের চরিত্রের পরিচয় করে দিয়ে লিখেছেন, ‘গোবিন্দ আমার নাম, নাচ আমার কাজ। ’ ভূমি পেডনেকার নিজেকে গোবিন্দের ‘আবেদনময়ী স্ত্রী’ গৌরী হিসেবে পরিচয় করিয়েছেন এবং নিজের একক পোস্টারটি শেয়ার করেছেন। একটি ছোট নাইটিতে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কিয়ারা আদভানিও নিজের একক পোস্টার শেয়ার করে নিজেকে গোবিন্দের ‘দুষ্ট বান্ধবী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। পোস্টার দেখে মনে হচ্ছে, সিনেমায় কিয়ারা একজন নাচের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। শশাঙ্ক খৈতান পরিচালিত সিনেমাটি একটি অদ্ভুত হত্যারহস্য নিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ‘ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ’-এর পর করণ জোহরের ধর্ম প্রডাকশনের অধীনে ভিকির দ্বিতীয় সিনেমা এটি। প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’-এর পর ভিকির দ্বিতীয় ডিজিটাল মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে এটি। ভিকিকে পরবর্তী সময়ে সারা আলী খানের সঙ্গে একটি রোমান্টিক কমেডি সিনেমায় দেখা যাবে। ভূমি পেডনেকারকে পরবর্তী সময়ে অর্জুন কাপুরের সঙ্গে ‘দ্য লেডিকিলার’-এ দেখা যাবে এবং কিয়ারা আদভানি বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং করছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস