অনলাইন ডেস্ক :
তাদের বলিউডের সুখী দম্পতি হিসেবেই দেখা হতো। একে অপরের ভালো বন্ধু বলেও পরিচিত ছিলেন তারা। দীর্ঘ সেই ১৫ বছরের দাম্পত্য জীবন শেষ হতে চললো। ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও তার স্ত্রী কিরণ রাও।
আজ শনিবার (৩ জুলাই) সকালে নেটমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই তারকা দম্পতি। খবর আনন্দবাজারের।
আমির-কিরণ জানিয়েছেন, তারা আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি কর্তব্য পালন করবেন দুজনেই। তাদের এই বিচ্ছেদের প্রভাব পেশাগত কাজের কোনো ক্ষতি করবে না।
সোজা কথায় বলেছেন, তারা একসঙ্গে সিনেমা বানাবেন, ফাউন্ডেশন চালাবেন। এছাড়া দুজনেই যেসব কাজ একসঙ্গে করতেন সবকিছুই চলতে থাকবে।
তারা দাবি করেছেন, বিয়ে বিচ্ছেদ মানে সম্পর্কের শেষ নয়, বরং নতুন এক যাত্র শুরু।
২০০২ সালে প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ‘লগন’ সিনেমার সেটে কিরণের সঙ্গে আমিরের প্রথম পরিচয় হয়। দীর্ঘদিন ‘লিভ ইন রিলেশন’-এ থাকার পর ২০০৫ সালে তাড়া বিয়ের করেন। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের একটি ছেলেও হয়। তার নাম আজাদ রাও খান।
আরও পড়ুন
৯৬তম অস্কারের জন্য মনোনীত ‘পায়ের তলায় মাটি নাই’
পরীমনির ওয়েব ফিল্মে অশ্লীলতা, আইনি নোটিশ
এবার ‘সুলতানা’স ড্রিম’ অবলম্বনে সিনেমা