October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 18th, 2022, 7:16 pm

ভেঙে গেল ধানুশের ১৮ বছরের সংসার

অনলাইন ডেস্ক :

সংসার ভাঙল তামিল সুপারস্টার ধানুশের। এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহবিচ্ছেদের ঘোষণা জানিয়েছেন এ অভিনেতা। টুইটারে ধানুশ লিখেছেন, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাক্সক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা দীর্ঘ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি..।’ টুইটারে একই বার্তা দিয়ে ভক্তদের ঐশ্বরিয়া রজনীকান্ত তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।