February 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 6:44 pm

ভেঙে পড়েছেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক :

মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পেলেন না শাহরুখের ছেলে আরিয়ান খান। কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন আদালত। শুক্রবার (৮ অক্টোবর) এই মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দন্ড দেয়া হয়েছে। ছেলের জেল হওয়ায় ভেঙে পড়েছেন বলিউডের কিং খান শাহরুখ। ভারতীয় বেশকিছু গণমাধ্যম এমনটাই দাবি করছে। আরিয়ান এনসিবির হাতে আটক হওয়ার পর থেকেই শাহরুখ দুশ্চিন্তায় রয়েছেন। খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো। এমনকি ঘুমাতেও পারছেন না। দীর্ঘ বিরতির পর সম্প্রতি ছন্দে ফিরেছিলেন নতুন কয়টি ছবিতে যুক্ত হয়ে। শুটিংও শুরু করেছিলেন। কিন্তু ছেলে আটক হওয়ার পর সবই ভেস্তে গেছে। স্বাভাবিক জীবনযাপনটাও হারিয়ে গেছে শাহরুখের কাছে। ছেলের জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে দেখে হতাশ হচ্ছেন তিনি। তবে এখনো এসব নিয়ে মুখ খুলছেন না শাহরুখ। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন বলিউডের তার অনেক সহকর্মী। সালমান, কাজল, রানী মুখার্জীরা তাকে ফোনে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।