September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 7:42 pm

ভেঙে যাচ্ছে দীপিকার ভালোবাসার সংসার!

অনলাইন ডেস্ক :

এবার ভাঙতে বসেছে দীপিকা-রণবীরের সংসার! এ নিয়ে তুমুল শোরগোল নেটদুনিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও অনেক অনুমান করছেন।এবার ভাঙতে বসেছে দীপিকা-রণবীরের সংসার! এ নিয়ে তুমুল শোরগোল নেটদুনিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও অনেক অনুমান করছেন।এবার ভাঙতে বসেছে দীপিকা-রণবীরের সংসার! এ নিয়ে তুমুল শোরগোল নেটদুনিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও অনেক অনুমান করছেন।এদিকে দীপিকা পোস্ট করেছেন একটি ছবি। অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ তার। হিরকখচিত সাজের তারিফ করে সেখানে রণবীর লিখেছেন, ‘আমার রানি ছিলে! গর্বের বিষয়।’দুই জনের এই বিপরীত মন্তব্যে যেন বিভ্রান্ত অনুরাগীরা। কিছুতেই তারা এসব মেনে নিতে পারছেন না। সমস্যা কিছু একটা কোথাও হচ্ছেই! যা বাইরে দেখে বোঝার উপায় নেই।‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’ রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চার হাত এক হয়। কিন্তু তাদের এমন মন্তব্য অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে।