অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যান্যের মতো তারও আগ্রহ কম নয়। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না ববি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এদিকে আগামী ৩ জানুয়ারি এক মাসের জন্য অস্ট্রেলিয়া যাবেন ববি। সেখানে তার মা ও বোন থাকেন। দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করেছিলেন। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না ববি। এ নিয়ে বেশ মন খারাপ ববির।
তিনি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। যদি তখন জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাইহোক, এটি আমার জন্য দুর্ভাগ্য।’ এদিকে চিত্রনায়ক ফেরদৌস মনোনয়ন পাওয়ায় তাকে শুভ কামনা জানিয়েছেন ববি। ফেরদৌস ঢাকা ১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন৷ ববি বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবচেয়ে ভদ্র মানুষ ফেরদৌস ভাই। তার মতো ব্যক্তিত্ববান কারো সংসদ সদস্য হওয়া উচিত। ফেরদৌস ভাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ ববি বর্তমানে একটি ওভিসির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ