October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 8:15 pm

ভোমরা বন্দর দিয়ে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার, এই খবরে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ২৫ টাকা কমেছে।

কয়েক দিন আগেও যে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, মঙ্গলবার থেকে সেই পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। অর্থাৎ কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে।

এদিকে , সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সোমবার বিকালে ১১টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দর দিয়ে আমদানি হয়েছে। যার পরিমাণ ২৮৭ মেট্রিক টন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে আরও ১০টির মতো পেয়াঁজভর্তি ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার সকালে ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখারুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকালে ভোমরা বন্দর দিয়ে ১১টি ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেয়াঁজ ঢুকেছে। আজ (মঙ্গলবার) সকালে আরও ১০ ট্রাক পেয়াঁজ আমদানি হতে পারে। অর্থাৎ ২১ ট্রাক পেঁয়াজ ইতোমধ্যে ভারতের ঘোজডাঙ্গা বন্দর দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করেছে।

তিনি বলেন, যেহেতু সরকার পেয়াঁজ আমদানির অনুমতি দিয়েছে বিধায় পুরাতন এলসি যাদের করা ছিল তারা এলসি পরিবর্তন করে পেয়াঁজ আমদানির চেষ্টা করছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

পেয়াঁজের দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ব্যবসায়ীরা বলছে, পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরও কমে আসবে। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল বারী জানান, গত রবিবার পর্যন্ত পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল। সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার থেকে দাম কমে এসেছে। আমদানির সঙ্গে সঙ্গে দাম আরও কমবে বলে মনে করছেন এই ব্যবসায়ীরা।

—ইউএনবি