October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 4:40 am

ভোররাতে ঘুমন্ত ৪ সহকর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

ভোররাতে গভীর ঘুমে ডুবে ছিলেন সবাই। এমন সময়ই আচমকা সহকর্মীদের ওপরই গুলি চালালেন ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কর্মী। গুলিতে নিহত হলেন তারই চার সহকর্মী। ছত্রিশগড়ের সুকমা জেলার মড়াইগুড়া থানার অন্তর্গত সিআরপিএফ ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এএনআই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের রাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। জানা গেছে, রোববার ভোররাতে বাকবিতন্ডার জেরে জওয়ানদের মধ্যে ঝামেলা জয়। পরে ঘুমন্ত ব্যক্তিদের ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। সেই সঙ্গে গুলির আঘাতে গুরুতর জখম হন আরও তিনজন জওয়ান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুলি চালিয়ে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত সিআরপিএফ কর্মকর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, কী কারণে অভিযুক্ত সতীর্থদের লক্ষ্য করে গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হযেছে, আচমকাই এক জওয়ান তার সহকর্মীদের গুলি করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। পরে ওই জওয়ানের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়। অভিযুক্তের নাম রীতেশ রঞ্জন।