October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 7:53 pm

ভোরে ফেসবুকে রহস্যময় পোস্ট মাহির!

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার অগ্নিকন্যা। আর এজন্য তাকে অপেক্ষা করতে হবে দুই মাস! এই অপেক্ষার প্রহর আর সইছে না তার। মাহি নিজের ফেসবুকে রোববার লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

আর ২০২২ সালের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই। এরপর চলতি বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহি। এর বাইরে রাজনীতিতেও বেশ সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।