ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটির দাদি তাকে রেখে বাড়ির পাশের ঘরে গেলে অভিযুক্ত শিশুটির চাচাতো ভাই শামীম (১৮) শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে শামীম পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
চরফ্যাশন শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শামীমের বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ৪ পথচারী নিহত
মাগুরায় যুবক আটক, ১০০ ভরি সোনা উদ্ধার