অনলাইন ডেস্ক :
এশিয়ান গেমস ফুটবলে যাওয়ার আগে বাংলাদেশের নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী জুলাইয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ হবে বলে জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে আসার পর জাতীয় নারী ফুটবলের সিনিয়র দলের কোনো খেলা ছিল না। কিরণ জানান, চাইলে তো খেলা আয়োজন করা যায় না। একটা দেশের সঙ্গে খেলতে হলে অনেক ধাপ পেরোতে হয়। যখন-তখন মাঠে নামানো যায় না। এশিয়ান গেমস ফুটবল রয়েছে সেখানে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলব এটা নিশ্চিত হয়েছে।’
অন্য এক প্রশ্নে কিরণ বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হওয়ার কথা জানিয়ে তারাই সরে গিয়েছিল। এত আমাদের কোনো কিছু করার ছিল না। এখন মঙ্গোলিয়া বলছে খেলবে। দুই মাস বাকি ম্যাচ হতে। দুই দিন পর যদি মঙ্গোলিয়া খেলতে না চায় আমরা কি করতে পারি।’ এদিকে, জাতীয় মহিলা ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ফুটবল খেলবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমার সঙ্গে স্বপ্না কথা বলে গেছে তার বাড়িতে কী যেন কাজ আছে। জমির-দলিল সংক্রান্ত বিষয় সম্ভবত। আমি তাকে ছুটি দিলাম। এখন বাড়ি গিয়ে যদি বলে আমি ফুটবল খেলব না, কি করার আছে।’ কিরণ জানিয়েছেন স্বপ্নার জায়গা পূরণের জন্য ব্যাকআপ খেলোয়াড় রয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা