September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 7:48 pm

মতলবে আগুনে পুড়ল ৪ দোকান, আহত ৬

চাঁদপুরের মতলবে আগুনে পুড়েছে চারটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উত্তর উপজেলার নতুনবাজারে (ইসলামিয়া মাকের্টে) এ ঘটনা ঘটে।

এ সময় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট থেকে ৯ লাখ টাকা হবে বলে প্রাথমিক হিসেবে জানা যায়।

জানা গেছে, আগুনে তেলের দোকান,আসবাবপত্রের দোকান, ভলকানাইজিং ও টায়ারের দোকান ও মুদী দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে মতলব উত্তর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন তার ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাত আড়াইটায়।

তিনি ইউএনবিকে জানান, এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সবার ধারণা যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকেই আগুনের সূত্রপাত।

তিনি আরও জানান, দোকানগুলো লাগালাগি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সব মালামাল আগুনে পুড়ে গেছে বলেও তিনি জানান।

—-ইউএনবি