রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’ নামের ১৫ তলা ভবনের পাঁচটি পিলারে ফাটল দেখা দেয়ায়, ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান সিকদার বলেন, বুধবার পরিদর্শন শেষে কর্তৃপক্ষ এটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে একটি সাইনবোর্ড লাগিয়েছে।
তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় তিনটি ও তৃতীয় তলায় দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে।
রবিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে ভবনটি খালি করা হয়।
প্রাচীন এই ভবনটি ১৯৬২ সালে নির্মাণের অনুমোদন পায়।
—ইউএনবি
আরও পড়ুন
আমদানি-রপ্তানি পর্যায়ে বাড়ছে রাজস্ব ঘাটতি
দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হচ্ছে এক্সপ্রেসওয়ে
কুলাউড়ায় ঝড়ে দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত