October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 12th, 2023, 7:24 pm

মধ্যরাতে সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় থেমে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রবিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পার্কিং করা একটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকজনই আগুন নিভিয়ে ফেলেন।

ওসি আরও বলেন, তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও বিষয়টি বলতে পারেননি। বিষয়টি দুর্ঘটনা নাকি কোনো নাশকতা তা আমরা খতিয়ে দেখছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন কোনো খবর পাইনি।

তিনি আরও বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

—-ইউএনবি