September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 8:52 pm

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

মধ্য আমেরিকার উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার ৬টা ২২ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এই ভূমিকম্পে এল সালভাদর, হন্ডুরাস ও নিকারাগুয়া কেঁপে ওঠে। যদিও এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সালভাদরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সালভাদর উপকূলের প্রায় ৬৬ কিলোমিটার (৪১ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

তবে সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তারা টুইটার বার্তায় জানায়, এতে এল সালভাদরের জন্য এখন পর্যন্ত সুনামির হুমকি নেই। উপাত্ত পর্যালোচনা করে তারা এ কথা জানায়। এদিকে সালভাদরের সামরিক বাহিনী সুনির্দিষ্টভাবে জানায়, কোকোস এবং ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি ঘটে। সালভাদরের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, তারা দেশের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। হন্ডুরাসের পার্মানেন্ট কন্টিনজেন্সি কমিশনের প্রারম্ভিক সতর্কতা সমন্বয়কারী জুয়ান জোসে রেয়েস সাংবাদিকদের বলেন, ভূমিকম্পটি সারা দেশে অনুভূত হয়। তবে ফনসেকা উপসাগরের কাছে এটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। মধ্য আমেরিকার দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে।