July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 9:04 pm

মন্দিরে গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন সাতজন

অনলাইন ডেস্ক :

ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় আশ্রয় নিতে টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে দাঁড়ান সবাই। তখনই ধেয়ে আসে বিপদ। ঝড়বৃষ্টির জেরে টিনের ছাউনির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় সাতজনের। গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী। রোববার ভারতের মহারাষ্ট্রের আকোলার একটি মন্দিরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়েছিলেন পুণ্যার্থীদের। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন ৪০ জন পুণ্যার্থী। হঠাৎ ছাউনির ওপর একটি পুরনো গাছ ভেঙে পড়ে। গাছের চাপে টিনের ছাউনিটিও ভেঙে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আসার পথেই চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গণমাধ্যম এএনআই জানিয়েছে, হাসপাতালে আসার পর আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে এক পুণ্যার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এ ঘটনায় শোক প্রকাশ করে টুইটে লিখেছেন, ‘আকোলা জেলার পারসের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন। টিনের ছাউনির তলায় দাঁড়িয়ে থাকাকালীন তাদের মাথায় গাছ ভেঙে পড়ে। এতে অনেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি মর্মাহত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা অনবরত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ ফডনবিশ জানিয়েছেন, যে পুণ্যার্থীরা গুরুতর আহত হয়েছেন, তাদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যারা সামান্য চোট পেয়েছেন তাদের বালাপুরের হাসপাতালে চিকিৎসা চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা