ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের উপজেলার দত্তপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নওপাড়া গ্রামের আব্দুস সাত্তার মাস্টার (৬২) ও দত্তপাড়া গ্রামের দুলাল গৌড়ের স্ত্রী ধনতি গৌড় (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ যাওয়ার সময় একটি বালুভর্তি ডাম্প ট্রাক ঢাকা-ময়মনসিংহ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ২ পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরেক পথচারী।
আহত পথচারীকে গুরুতর অবস্থায় স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি