অনলাইন ডেস্ক :
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী শফি মন্ডল। বাউল গানে তার খ্যাতি রয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয় অনেক শিল্পীর গুরুও তিনি। এবার ‘মরণের ফাইল’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। এইচ এম নিপুর কথা-সুর ও অপু রায়হানের সংগীতায়জনে সম্প্রতি চ্যানেল এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি। ‘মরণের ফাইল’-এ মৃত্যু সংক্রান্ত বাস্তবিক বিষয়গুলো তুলে ধরে অসাধারণ একটা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, রূপান্ত, মতিউর, সাবিনা রনি, কাশফিয়াসহ আরও অনেকে। গানটি সম্পর্কে এইচ এম নিপু বলেন, ‘মরণের ফাইল’ গানটির কথা সৃষ্টি হয়েছে কোন এক নির্ঘুম মধ্যরাতে। যেদিন বারবার মনে হচ্ছিলো মৃত্যু মানুষের কত নিকটবর্তী একটা বিষয়। সবসময় আমাদের মনে ভাবনা থাকে কখন না কখন আজরাইল চলে আসে। আমরা মানুষ মৃত্যুর পর এমন এক জীবন পাবো যে জীবনে চন্দ্র-সূর্য, আলো-বাতাস কিচ্ছু প্রয়োজন হবেনা। সেদিন শুধু আপন থাকবে ছোট্ট একটা ঘর যেখানে চারদিকে থাকবে শুধু মাটির সুবাস। এমন বাস্তবিক ভাবনা থেকেই মরণের ফাইল গানটি লেখা। শ্রদ্ধেয় শফি মন্ডল তার দরদী কন্ঠে গানটিকে পরিপূর্ণ করেছেন। যা ইতোমধ্যে লাখো হৃদয়কে স্পর্শ করেছে।’ গানটি সম্পর্কে শফি মন্ডল বলেন, মরণের ফাইল গানটি গাওয়ার প্রস্তাব যখন আসে তখন গানটির কথা ও সুর শুনে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম একটা গানের কথা এতটা বাস্তবিক হতে পারে কি করে। মৃত্যু কতটা কাছাকাছি এইচ এম নিপুর কথা ও সুরে এই গানটি শুনে যে কেউ উপলব্ধি করতে পারবে। প্রত্যেকটি মানুষের প্রতিনিয়ত উপলব্ধি করা উচিত যে আজরাইল যে কোন সময় আমাদের মরণের ফাইল খুলতে পারে।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ