December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 26th, 2021, 11:31 am

মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

আসমা আক্তার

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. আজাহার খুনের ঘটনায় মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তার স্ত্রী আসমা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে দক্ষিণখানের সরদার বাড়ি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজাহারের ৬ টুকরা লাশ উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, আব্দুর রহমানের সঙ্গে আজাহারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। তাতে বাধা হয়ে দাড়ান আজাহার। এজন্য স্ত্রীর পরিকল্পনায় আব্দুর রহমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন।