অনলাইন ডেস্ক :
আগামীকাল বুধবার দিনের শুরুতেই মহাকাশের উদ্দেশে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। বিষয়টি প্রতিবেশি জাপানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। এ নিয়ে মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠানোর তৃতীয় প্রচেষ্টা চালাবে পিয়ংইয়ং। আর এবারের প্রচেষ্টাটি তারা চালাবে রাশিয়ার প্রযুক্তিগত সাহায্য নিয়ে। খবর এএফপির। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, জাপানের কোস্টগার্ড মঙ্গলবার (২১ নভেম্বর)নিজেদের ওয়েবসাইটে একটি সতর্কতা জারি করেছে।
যেখানে বলা হয়, আজ বুধবার থেকে ১ ডিসেম্বর পর্যন্ত যেকোনো সময়ে রকেট উৎক্ষেপণ করা হতে পারে। আর সিওলের সাগর ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয় জাহাজ চলাচল এবং মাছ ধরার নৌকাকে সতর্ক করেছে। গত মে ও আগস্টে নিজেদের প্রযুক্তিতে মহাকাশের কক্ষপথে গুপ্তচর স্যাটেলাইট পাঠানোর চেষ্টা চালিয়েছিল পিয়ংইয়ং। তবে, তাদের সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়। তবে, সিওল, টোকিও ও ওয়াশিংটন বলে আসছে, পিয়ংইয়ং গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের আরেকটি প্রচেষ্টা চালাবে।
এ নিয়ে দেশগুলো উত্তর কোরিয়াকে সতর্ক করে আসছে। তাদের মতে, গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের রেজুলেশনের বিরোধী। তবে, কোনো সতর্ক বার্তাকেই তোয়াক্কা করছে না উত্তর কোরিয়া। চলতি মাসের শুরুর দিকে সিওলের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, পিয়ংইয়ং স্যাটেলাইট উৎক্ষেপণের আরেকটি প্রচেষ্টা চালাবে এবং এটি হবে আগের থেকে বেশি কার্যকর। কারণ, রাশিয়া থেকে প্রযুক্তি সহায়তা পাচ্ছে তারা।
প্রযুক্তি সহায়তা তারা পাচ্ছে মস্কোকে ১০ ধাপে অস্ত্র সহায়তা দিয়ে; যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, আমি উৎক্ষেপণ বাতিল করার দাবি জানাবো…এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।’ স্যাটেলাইট উৎক্ষেপণের জেরে যেসব অঞ্চল প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন তিনটি স্থান চিহ্নিত করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে দুটি অঞ্চলই পীত সাগরের। আর বাকিটা ফিলিপাইনের পূর্ব উপকূলের সামুদ্রিক অঞ্চল।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু