অনলাইন ডেস্ক :
আর মাত্র কদিন পরই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরইমধ্যে হয়ে গেলো বিশ্বকাপের ট্রফি উন্মোচন। আর সেই ট্রফি উন্মোচনেই বিস্ময়কর কা- ঘটিয়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে মহাকাশে। আইসিসি নিজেদের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে পৃথিবী থেকে ১২০,০০০ ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফি। সেই ছবি দেখেই হইচই পড়ে গেছে বিশ্বে। বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে মহাকাশে নিয়ে গিয়ে উন্মোচন করা হয় বিশ্বকাপের ট্রফি। এরপর সেই বেলুনের মাধ্যমেই বিশ্বকাপের উদ্বোধনী আর ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণও করে এই ট্রফি। আয়োজক দেশ ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। ২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতেরই বিভিন্ন শহর ভ্রমণ করবে এই ট্রফি। এই ভ্রমণসূচিতে আগামী ৭, ৮, ৯ আগস্ট বাংলাদেশে থাকবে বিশ্বকাপের সোনালি ট্রফিটি।
কবে বিশ্বের কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি:
২৭ জুন থেকে ১৪ জুলাই: ভারত।
১৫ জুলাই থেকে ১৬ জুলাই: নিউজিল্যান্ড।
১৭ জুলাই থেকে ১৮ জুলাই: অস্ট্রেলিয়া।
১৯ জুলাই থেকে ২১ জুলাই: পাপুয়া নিউগিনি।
২২ জুলাই থেকে ২৪ জুলাই: ভারত।
২৫ জুলাই থেকে ২৭ জুলাই: আমেরিকা।
২৮ জুলাই থেকে ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ।
৩১ জুলাই থেকে ৪ আগস্ট: পাকিস্তান।
৫ আগস্ট থেকে ৬ আগস্ট: শ্রীলঙ্কা
৭ আগস্ট থেকে ৯ আগস্ট: বাংলাদেশ।
১০ আগস্ট থেকে ১১ আগস্ট: কুয়েত।
১২ আগস্ট থেকে ১৩ আগস্ট: বাহারিন।
১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট: ভারত।
১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট: ইতালি।
১৯ আগস্ট থেকে ২০ আগস্ট: ফ্রান্স।
২১ আগস্ট থেকে ২৪ আগস্ট: ইংল্যান্ড।
২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট: মালয়েশিয়া।
২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট: উগান্ডা।
২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট: নাইজেরিয়া।
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৪, আহত ৪৩
জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের রাজপথে সাত লাখের বেশি মানুষ
বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস-ট্রাম্প, অপেক্ষায় লাখ লাখ মার্কিনি