October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 23rd, 2023, 7:16 pm

মাইমুনা মমর প্রেমে পড়েছেন চিরকুমার

অনলাইন ডেস্ক :

এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। এরইমধ্যে নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। নাটকটির ৩৬ তম পর্ব থেকে থাকছে নতুন চমক। নতুন এই চমক নিয়ে ধারাবাহিকটিতে হাজির হচ্ছেন মাইমুনা মম ও টুনটুনি আহমেদ। নাটকটির নির্মাতা তুহিন হোসেন জানান, এই নাটকের গল্পে নতুন রহস্য নিয়ে হাজির হচ্ছেন মম। মূলত চিকু ভাগ্যবান কেন কী কারণে চিরকুমার হয়েছেন তার ব্যাক স্টোরি ওপেন করবেন এই নারী চরিত্রটি। যার নাম শামীমা। অন্যদিকে টুনটুনি পাকে দেখা যাবে প্যাঁচ বাবুর মা চরিত্রে। প্যাঁচের মধ্যে অনেক জটিল প্যাঁচ থাকলেও তার মা একইবারেই বিপরীত। সবাইকে সব কথা তিনি সরল সহজভাবে বলে দেনে। তার ভেতর কোনো আড়াল থাকে না। গোলাম রাব্বানীর রচনায় নাটকটিতে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও আশরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি শরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে। ধারাবাহিকটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।