নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান থেকে ৬০ রান দূরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯৪০ রান করেছেন তিনি। আর ৬০ রান করলেই টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ হবে মাহমুদউল্লাহর। শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কাল সিরিজের প্রথম ম্যাচেই ৬০ রান করলেও, ২ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ থাকছে মাহমুদউল্লাহর। এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও মাহমুদউল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম।
আরও পড়ুন
বিপিএলের দশম আসরে কারা কোন দলে?
অধিনায়ক মিরাজ, দলে ফিরলেন মুশফিক-তাসকিন
দুই সিনিয়র প্রসঙ্গে যা বললেন লিটন