November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 8:19 pm

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে মিথিলা

অনলাইন ডেস্ক :

‘লাইফের কী গ্যারান্টি আছে বলেন? সুস্থ সবল মানুষ, রাস্তাদি আঁডি অফিসে যাইতেছেন, ওফর থেকে গাছের ডাইল ভাঙি ফরি আপনার শরীর থেকে মাথা আলাদা অই ড্রেনে ফরি গেলো!’ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হুমকির সুরে কথাগুলো বলল অ্যালেন স্বপন। যে আসলে মুক্তির অপেক্ষায় থাকা ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের মুখ্য চরিত্র। বৃহস্পতিবার এর টিজার প্রকাশ হয়েছে। ৫০ সেকেন্ডের সেই ঝলকেই এমন সংলাপ দিয়েছেন স্বপনরূপী নাসির উদ্দিন খান। হুমকির পর তার কাছ থেকে ভরসাও পাওয়া গেলো। বলেছেন, ‘আপনার পিউচার নিচ্চয়তার গ্যারান্টি আমি দিবো’। অ্যালেন স্বপনের দুই ধরণের কথায় আসলে বোঝা মুশকিল, তার আসল মতলব কী। সেটা পরিষ্কার হবে সিরিজটি মুক্তি পেলে। আপাতত কয়েক সেকেন্ডের এই টিজারেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে চরিত্রটি। টিজারে নাসির উদ্দিন খানের সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা দিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। মাত্র দুই সেকেন্ড তাকে পর্দায় দেখা গেছে। স্বপনের জন্য দরজা খুলে মলিন মুখে চেয়ে থেকেছেন তিনি। এ ছাড়া এক মুহূর্তে নজরে এসেছেন তরুণ অভিনেতা আবদুল্লাহ আল সেন্টুও। এই ফাঁকে বলা প্রয়োজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র পেছনের গল্পটা। গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় শিহাব শাহীন নির্মিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। যেখানে অভিনয় করেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণের মতো তারকা। তবে সিরিজের মূল রহস্যে থাকা চরিত্র অ্যালেন স্বপনের ভূমিকায় দেখা যায় নাসির উদ্দিন খানকে। যদিও এ চরিত্রের ব্যপ্তি কম ছিলো। কিন্তু তার মুখে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোমাঞ্চকর সংলাপ দর্শকের মন জিতে নেয়। সেই সূত্রেই অ্যালেন স্বপন চরিত্রটি গড়ে ওঠার গল্পে স্পিন-অফ সিরিজ হিসেবে নতুন ওয়েব সিরিজ বানিয়েছেন শিহাব শাহীন। এতে নাসির উদ্দিন খান ও মিথিলার সঙ্গে আরও থাকছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আনিসুল হক বরুণ প্রমুখ। আসন্ন রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ৬ পর্বের সিরিজটি। অ্যালেন স্বপন চরিত্র এবং এই সিরিজ নিয়ে অভিনেতা নাসির উদ্দিন খান বলেছেন, ‘এই চরিত্রটির সঙ্গে ব্যক্তি আমার তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত পরিসরে জানা যাবে।’