October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 8:18 pm

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে সাহেব আলী (২৫) নামের এক যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সবুর, হাবিবুর ও বুলু মিয়া।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মশিউর রহমান।

জানা যায়, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় ৩৬ জনকে আসামি করে নিহতের বাবা আমজাদ আলী মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৩৬ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে তিন আসামির মৃত্যুদণ্ড এবং অন্যান্য আসমিদের খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে সাহেব আলীকে ২০০২ সালের ৮ মার্চ সকালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

—-ইউএনবি