September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 7:23 pm

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, অহত ৬

মাগুরা-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় এক নারী নিহত ও ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার ইছাখাদা দরগা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লুবনা আক্তার ববি (২৪) জেলার হাটগোপালপুর, পদ্মাকর ইউনিয়নের তিওড়দা গ্রামের মো. টিপুল হোসেনের স্ত্রী। তিনি ব্রাকের মাঠকর্মী হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগা গেট এলাকায় রাত ৯টার সময় একটি দ্রুতগামী ট্রাক সিএনজি ইঞ্জিন চালিত মাহেন্দ্র গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাহেন্দ্র রাস্তার পাশে পড়ে যায়। এ দুর্ঘটনায় গাড়িটির যাত্রী লুবনা আক্তার ববি নিহত ও চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

—-ইউএনবি