November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 4th, 2024, 7:40 pm

মাগুরায় ২ পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ আহত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

সংঘর্ষ থামাতে এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় ২০টি বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।’

ওসি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।’

—–ইউএনবি