November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 1:06 pm

মাগুরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ফাইল ছবি

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে রবিউল ও গোলজারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, সংঘর্ষে উভয় পক্ষ অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে ২০ জন আহত হন।

আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশের দাবি, সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে ওসি বলেন, সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

—ইউএনবি