October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 8:31 pm

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফাইল ছবি

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে ১২ জন হলেন- সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত মুন্সী, সেলিম সরদার, তুহিন, বাদশা মিয়া, আনোয়ার হোসেন, কাজল, ইমরান, মিজান, হারুন, ইন্দ্রিস, রউফ ও নায়েব।
পুলিশ জানায়, বাহারবাগ গ্রামের সাইমুদ্দিন চুন্নু ও সাদ্দামের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জেরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে চুন্নুর সমর্থকরা সাদ্দামের অনুসারী আমিনুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ খবর ছড়িয়ে পড়লে সাদ্দামের সমর্থকরা প্রতিশোধ নিতে চুন্নুর লোকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়।
আহতদের মাগুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হয়েছে।

—-ইউএনবি