October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 6:53 pm

মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ৩

মাগুরার শ্রীপুরে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ, ও তরিকুল ইসলাম।

নিহত রাজু শেখ (৩০) তখলপুর গ্রামের আক্তার শেখের ছেলে এবং বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেনের সমর্থক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুখদেব রায় জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের লোকজন রাজু শেখের ওপর অতর্কিত হামলা করে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে রাত সোয়া এগারটার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি