October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 7:43 pm

মাঠে ফেরার ঘোষণা দিলেন যুবরাজ

অনলাইন ডেস্ক :

দুই বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। এরপর তিনি রোড সেফটি ওয়াল্ড সিরিজ, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবুধাবি টি-টেন লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তবুও দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠে নেই তিনি। মঙ্গলবার এক ইন্সটাগ্রাম পোস্টে আবারও ক্রিকেট মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন যুবরাজ সিং। জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে ফিরে আসবেন। তবে কোন টুর্নামেন্টের মাধ্যমে ফিরবেন সে সম্পর্কে কিছুই জানাননি সাবেক এই অলরাউন্ডার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দুটি ম্যাচ হেরে গিয়েছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে দলটিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইন্সটাগ্রাম পোস্টে যুবরাজ আহ্বান জানিয়েছেন, সমর্থকরা যেন টিম ইন্ডিয়ার প্রতি তাদের সমর্থন বজায় রাখে। পোস্টে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আপনার গন্তব্য নির্ধারণ করে রাখেন!! মানুষের চাওয়া অনুযায়ী, ফেব্রুয়ারিতে আবারও ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে আমি আশাবাদি। আপনাদের ভালোবাসা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। তা আমার জন্য অনেক কিছু! ভারতের প্রতি সমর্থন বজায় রাখুন।’ ভারতের হয়ে ২০০০ সালে অভিষেক হয় যুবরাজ সিংয়ের। এরপর থেকে ৪০টি টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১০ হাজারের বেশি। দেশের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করেন তিনি। পাশাপাশি ২০১১ সালের বিশ্বকাপের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিলেন।