October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 8:06 pm

মাথা ন্যাড়া করে বিজেপি ছেড়ে তৃণমূলে ত্রিপুরার বিধায়ক আশিস

অনলাইন ডেস্ক :

কালীঘাটে এসে মাথা ন্যাড়া করে, আদি গঙ্গায় স্নান সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরা থেকে কলকাতায় এসে প্রথমে ন্যাড়া করান। এরপর আদি গঙ্গায় স্নান সেরে প্রায়শ্চিত্ত করেন ভারতের ত্রিপুরা রাজ্যের সুরমা আসনের বিধায়ক আশিস দাস। তারপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি সরকারের হয়ে কাজ করার প্রায়শ্চিত্ত করতে নিজের মাথা ন্যাড়া করেন। আশিসের দাবি, ত্রিপুরায় বহু অপকর্ম করেছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। রাজনৈতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা উস্কে দেয়ায় বিজেপির নেতাদের উপর অসন্তুষ্ট রাজ্যবাসী। এর আগেও ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কড়া সমালোচনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা গেছে তাকে। মাথা ন্যাড়া ছাড়াও মমতার বাড়ির কাছে কলকাতার কালীঘাট মন্দিরে ধর্মীর আচার পালন করতেও দেখা যায় আশিসকে। এর আগে ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর এক বক্তৃতায় বলেন মমতাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এক টুইট বার্তায় আশিস বিজেপিকে উদ্দেশ করে লেখেন, ‘কোনটা মুখ এবং কোনটা মুখোশ তা মানুষ বুঝে গিয়েছে৷ তাই মা-মাটি- মানুষের প্রতি সমর্থন বাড়ছে ৷’