October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 8:10 pm

মাদাগাস্কায় নৌকাডুবি, ২২ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

মাদাগাস্কার উপকূলে চলতি সপ্তাহের শেষ দিকে নৌকা ডুবে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ দ্বীপ দেশের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) এমনটি জানায় বার্তা সংস্থা এএফপি। এক বিবৃতিতে বলা হয়, ‘৪৭ জন লোক গোপনে একটি নৌকায় চড়ে মায়োটের দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এসব মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় ২৩ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এবং ২২ জনের মরদেহ পাওয়া গেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।