October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 9:15 pm

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদি গ্রামে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শংকরদি গ্রামের দুলাল মোল্লার ছেলে মো. আফফান (১০) ও বেলুন বিক্রেতা মো. জাহিদুল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার ইউপি নির্বাচনের সময় জাহিদুল শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফোলানোর সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে হাসপাতালের চিকিৎসকরা আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠান এবং সেখানে বৃহস্পতিবার সকালে আফফান শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান ওসি।

—ইউএনবি