October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 7:51 pm

মাধুরীর ‘আত্মার বন্ধু’ এবং ‘বেস্ট ফ্রেন্ড’ নেনে

অনলাইন ডেস্ক :

কে বলবে বিয়ের বয়স ২৪ পেরিয়েছে! এখনও মাখোমাখো প্রেম মাধুরী দীক্ষিত আর ডাক্তার শ্রীরাম নেনের। বরের জন্মদিনে তাই বেশ ভালোবাসামাখা পোস্ট করলেন বলিউডের ‘ধকধক’ গার্ল। সেই ভিডিও দেখলে আপনারও চোখ উঠবে কপালে! বর নেনেকে মাধুরী ‘আত্মার বন্ধু’ এবং ‘বেস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত করলেন নিজের পোস্টে। নেনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যে ভিডিও ক্লিপটি অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে ব্যবহার করা হয়েছে তাদের একেধিক ছবি। সঙ্গে একটা অংশে বরকে চুমুও খেতে দেখা যায় তাকে। সঙ্গে রোম্যান্টিক বার্তা হিসেবে লিখলেন, ‘আমার জীবনসঙ্গী এবং সেরা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমার সমস্ত সুখ, ভালোবাসা কামনা করি। এখনও আরও অনেক জন্মদিন এবং দুঃসাহসিক কাজ বাকি একসঙ্গে। তুমি আসলেই আমার ডানার নিচের বাতাস!’ মাধুরীর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন অনুরাগী লিখেছেন, ‘আপনাদের একসঙ্গে খুব সুন্দর লাগছে ম্যাডাম। এভাবে আরও ছবি দেখতে চাই।’ অপরজন লিখলেন, ‘কিছু জুটি সত্যিই স্বর্গে বানানো হয়, আপনারাই তার সবচেয়ে বড় উদাহরণ। এভাবেই থাকুন সবসময়।’ মাধুরী আর নেনের বিয়ে বুঝি অ্যারেঞ্জ ম্যারেজ। তবে এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন ভাইয়ের মাধ্যমে এক পার্টিতে পরিচয় হয় দুজনের। তারপরই একে-অপরের প্রেমে পড়েন। ক্যারিয়ারের পিকে এরপর ১৯৯৯ সালে বিয়ে করে নেন এই কার্ডিওভাস্কুলার সার্জেনকে। আমেরিকাতে গোপনেই বিয়েটা হয়েছিল। এরপর রিসেপশন পার্টি দেওয়া হয়েছিল মুম্বাইতে। একদম প্রথমে নেনের কোনো ধারণাই ছিল না মাধুরী ঠিক কতটা জনপ্রিয় নিজের দেশে। এরপর হাওয়াইতে হানিমুন। তারপর হাতে থাকা সব কাজ সেরে নিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন মাধুরী বরের সঙ্গে। এরপর ২০০৩ আর ২০০৫ সালে জন্ম হয় দুই ছেলের। ২০১১ সাল নাগাদ দুজনে সিদ্ধান্ত নেন ভারতে ফেরার। নেনেই নাকি চেয়েছিলেন তাঁর দুই সন্তান ভারতীয় সংস্কৃতিতেই বেড়ে উঠুক।