October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:40 pm

মানহানির অভিযোগে সিএনএনর কাছে ৪৭৫ মিলিয়ন ডলার দাবি করেছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-এর বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গার্ডিয়ান জানিয়েছে, মানহানির অভিযোগে স্থানীয় সময় গত সোমবার ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন ট্রাম্প। মানহানির অভিযোগে সিএনএন-এর কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন- সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসেবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে। যদিও সিএনএন-এর তরফ থেকে মামলাটির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প তার মামলায় অভিযোগ করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। সিএনএন ভয় পাচ্ছে যে- ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। মামলায় বলা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে সিএনএন ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘কোন্দলবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর তকমা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে। সূত্র: গার্ডিয়ান।