September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 27th, 2023, 7:56 pm

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে স্বস্তির ঈদ যাত্রা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে স্বস্তির ঈদ যাত্রা চলছে। মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত বাহন প্রাইভেটকার, মাইক্রোবাসের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপও। তবে কোনো ধরনের অপেক্ষা ছাড়া ফেরিতে যানবাহনগুলো অনায়াসেই উঠে পড়ছে। যাত্রীরাও পার হচ্ছেন ভোগান্তি ছাড়া।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মাসেতু চালুর পর থেকে পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন চলাচল কমে গেছে। তবে ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর পাটুরিয়ার পাঁচটি ঘাটকে সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ জানান, যাত্রীর অতিরিক্ত চাপের কারণে কর্তৃপক্ষ ওপার থেকে খালি ফেরি এনে যাত্রী পারাপার করছেন।

আজ থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধের ঘোষণা থাকলেও যানজট না থাকায় কর্তৃপক্ষ ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে।

এদিকে, অনায়াসে গুরুবাহি ট্রাক পারাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।

কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় সে ব্যাপারে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি