December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 28th, 2022, 7:39 pm

মানিকের উপন্যাসে নির্মিত ‘শহরবাস’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শহরবাস’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ধারাবাহিকটি। পরবর্তীতে দেখা যাবে ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে। বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন রওনক হাসান, ডলি জহুর, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, মাজনুন মিজান, শহীদুল আলম সাচ্চু, বিজরী বরকতউল্লাহ, মায়াবি মায়া প্রমুখ। নাটকের গল্পে মানিক বন্দোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাসটিকে বর্তমান সময় ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তিত রূপে চিত্রায়ন করা হবে। ‘শহরবাস’ নাটকের কাহিনি মূলত দুটো পরিবারকে ঘিরে গড়ে উঠবে। একটি পরিবার মহিবুর রহমান মোহনের। তাঁর পরিবারে মা আছেন, স্ত্রী, ছোটভাই আছেন। অন্য পরিবারটি আনোয়ার হোসেন চন্দনের পরিবার। যে পরিবারে স্ত্রী ও ছোটবোনও থাকেন। চন্দন আর মোহন দুজন ঘনিষ্ঠ বন্ধু। চন্দনের স্ত্রী সন্ধ্যাও মোহনের বন্ধু। মোহন তাঁর পরিবার নিয়ে গ্রামে থাকেন। কিন্তু তিনি বেশ অনেক দিন ধরেই ভাবছেন যে শহরে গিয়ে বসবাস করবেন, এভাবেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘শহরবাস’।