অনলাইন ডেস্ক :
সুকেশ চন্দ্রশেকরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার অন্যতম অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান সুন্দরী যেন ভারত ছেড়ে যেতে না পারে সে জন্য তাকে সার্বক্ষণিক নজরে রাখছে একাধিক গোয়েন্দা সংস্থা। রোববার সন্ধ্যায় ভারত ছাড়তে চেয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু তাকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মুহূর্তে জ্যাকুলিন ফার্নান্দেজের ঝামেলা ক্রমশ বাড়ছে। এমনকি বলিউড অভিনেত্রীর তথাকথিত ঘনিষ্ঠ বন্ধুরাও তার এ বিপদে এগিয়ে আসছে না। কেউ কোনো মন্তব্য করতে রাজি নয়। বি-টাউনে জ্যাকুলিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে পরিচিত সালমান খান। ধারণা করা হচ্ছে, তিনিও লঙ্কান সুন্দরীকে এই গভীর সংকট থেকে সাহায্য করতে সক্ষম হবেন না। সূত্র জানিয়েছে, জ্যাকুলিনের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। তার এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলিউড হাঙ্গামাকে বলেন, ‘সে (জ্যাকুলিন) খুবই মিষ্টি মানুষ। কিন্তু তার নিজের ভালোর জন্য খুব উচ্চাভিলাষী। সে সর্বদা সুন্দর জীবন চায়।’
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান