October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:40 pm

‘মানি হাইস্ট’র অনুপ্রেরণায় শাহরুখ-অ্যাটলির সিনেমা?

অনলাইন ডেস্ক :

যা এতদিন গুঞ্জন ছিল, তা এবার প্রকাশ্যে। গেল শুক্রবার খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমার শুট শুরু করেছেন বলিউড কিং শাহরুখ খান। ভারতের পুনের মেট্রোরেল এলাকায় সিনেমাটির শুটের দৃশ্য ধরা পড়েছে সংবাদমাধ্যমসহ নেটিজেনদের ক্যামেরায়। এবার বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, নেটফ্লিক্সের আলোচিত ‘মানি হাইস্ট’ সিরিজের অনুপ্রেরণায় নির্মাণ হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া শাহরুখ-অ্যাটলির এই সিনেমা। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, বাণিজ্যিক সমস্ত আয়োজন সমৃদ্ধ বিভিন্ন প্লট নিয়ে সিনেমাটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠানের টিম সেখানে যুক্ত ছিলেন। সিনেমাটির সাব-প্লটগুলোর মধ্যে একটি ‘মানি হাইস্ট’ দ্বারা অনুপ্রাণিত। সিনেমায় বড় ব্যাংক লুটের ঘটনা ঘটবে। বাকি চরিত্রের অনেকেই ডাকাত দলের সদস্য থাকবেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন আরও জানায়, এর আগে নেটফ্লিক্স শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টকে হিন্দিতে ‘মানি হাইস্ট’ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় কাজটি হয়নি। সিনেমায় শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। যার দ্বিতীয়টি স্পেশাল গোয়েন্দা টিমের সদস্য। সিনেমায় সুনীল গ্রোভার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন; তবে তাঁর চরিত্রের বিবরণ গোপন রাখা হয়েছে। দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় প্রথম বারের মতো শাহরুখের বিপরীতে অভিনয় করবেন। এ ছাড়া সিনেমাটিতে নাম এসেছে সানিয়া মালহোত্রা ও দক্ষিণী তারকা প্রিয়া মণির। গুঞ্জন আছে, মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরইমধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; খুব দ্রুতই আসবে অফিশিয়াল ঘোষণা। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট অ্যাটলির সিনেমাটি প্রযোজনা করছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।