অনলাইন ডেস্ক :
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচেও এইডেন মারক্রামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে। গত ৯ জুন সিরিজের প্রথম ম্যাচের আগে কোভিড-১৯ পজিটিভ হন মারক্রাম। এরপর এক সপ্তাহ ছিলেন কোয়ারেন্টিনে। পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর থেকে বাইরে আছেন কুইন্টন ডি কক। সিরিজের বাকি অংশে তার ফেরা নিশ্চিত নয়। সিএসএ জানিয়েছে, এই কিপার-ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে শুক্রবার, রাজকোটে। শেষ ম্যাচ আগামী রোববার হবে বেঙ্গালুরুতে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা